শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
দেশের অন্যতম কীটনাশক কোম্পানি ইনতেফা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের সদর উপজেলায় ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন।
আজ (২৪ জুলাই) বৃহস্পতিবার বেলা ১২ টায় সদর উপজেলার বিলগজারিয়ায় ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মেসার্স সেখ ট্রেডার্স কর্তৃক এ চারা বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচী অনুষ্ঠানে কোম্পানীর মার্কেটিং অফিসার মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো: আনোয়ার সাদাত এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মারুফা আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এস.এম. শাহিন আলম, ইনতেফা কোম্পানির মার্কেটিং অফিসার মো: ইমরুল হাসান, এবং পরিবেশক মেসার্স সেখ ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানাসহ স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে- তিনি কৃষকদের গাছের উপকারিতা-অপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে উপকারী গাছ হিসেবে ফলজ ও বনজ গাছ রোপণে উৎসাহিত করার পাশাপাশি কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার (শেরপুর এরিয়া) মোঃ ছানোয়ার হোসেন গাছের চারা রোপনের সঠিক পদ্ধতি সম্পর্কে অবহিত করেন এবং চারা বিতরণের মাধ্যমে উক্ত কর্মসূচী সমাপ্ত করেন।