২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি:

ফেনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মিল্লাত হোসেন (২১) ফেনী পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত মো. আফছার (৩১) একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে দুজন ভারতের ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান। বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বাসপদুয়া সীমান্ত চোরাকারবারি প্রবণ এলাকা হিসেবে পরিচিত। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হতাহতের ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানাবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএসএফ প্রায়ই সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলিবর্ষণ করে থাকে। তবে বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। বাংলাদেশ-ভারত সীমান্তে এ ধরনের ঘটনা নিয়মিত ঘটলেও উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়ে জোরালো ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top