আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘের সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা ইউরোপের প্রধান শক্তির প্রথম এমন সিদ্ধান্ত হিসেবে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। বর্তমানে বিশ্বের ১৪২টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার মুখে এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে “দায়িত্বজ্ঞানহীন” আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, এটি হামাসের প্রচারণাকে শক্তি জোগাবে এবং গত ৭ অক্টোবরের হামাস-ইসরায়েল সংঘাতে নিহতদের প্রতি অবমাননাকর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি।” তিনি সতর্ক করেছেন যে, ফিলিস্তিন রাষ্ট্র গাজার মতো ইরানের প্রভাব বলয়ে পরিণত হতে পারে।
অন্যদিকে, প্যালেস্টাইন অথরিটির শীর্ষ নেতা হুসেইন আল-শেইখ ফ্রান্সের এই সিদ্ধান্তকে “আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি ঐতিহাসিক সমর্থন” হিসেবে অভিহিত করেছেন। হামাস সংগঠনও এক বিবৃতিতে এই পদক্ষেপকে “নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচারের দিকে অগ্রগতি” বলে বর্ণনা করে অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে, বিশেষত যখন গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্য তীব্র হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মানসুর জানিয়েছেন, এই স্বীকৃতি দুই-রাষ্ট্র সমাধানের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, ফ্রান্সের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স এই ঘোষণা দেওয়া প্রথম প্রধান অর্থনৈতিক শক্তি হলেও স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, ফ্রান্সের এই সিদ্ধান্ত অন্যান্য ইউরোপীয় দেশগুলোর জন্য প্রভাবশালী উদাহরণ তৈরি করতে পারে, যা ইসরায়েল-ফিলিস্তিন সংকটে নতুন গতিশীলতা আনতে পারে।