মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
“নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন” ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে নীলফামারীতে সেমিনার ও র্যালির আয়োজন করেছে ছাত্রবন্ধন সোসাইটি।
বৃহস্পতিবার নীলফামারী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী কার্যক্রমে ছিল সেমিনার, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র্যালি।
সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর সামাজিক বিপর্যয় নিয়ে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, “মাদক নয়, স্বপ্নকে বেছে নিন।”
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মাদককে না বলুন’ বার্তাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনিছুর রহমান খান এবং নীলফামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা।
আয়োজকরা জানান, ধারাবাহিকভাবে এমন উদ্যোগ গ্রহণ করলে ভবিষ্যৎ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে এবং গড়ে উঠবে একটি মানবিক, মেধাভিত্তিক বাংলাদেশ।