২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

নরমাল ডেলিভারি উৎসাহকরনে নীলফামারী জেলা প্রশাসন কর্তৃক নতুন প্রকল্পের উদ্বোধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
গর্ভবতী মায়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য নরমাল ডেলিভারি উৎসাহ করণে নীলফামারী জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি নতুন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় যেসব প্রসূতি মা নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করাবে তাদেরকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নরমাল ডেলিভারি উৎসাহকরণে নীলফামারী জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবাগ্রহণকারী প্রসূতি মা ও নবজাতক সন্তানকে জেলা পরিষদ, নীলফামারী কর্তৃক উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। নীলফামারীর জেলা প্রশাসক, মোহাম্মদ নায়িরুজ্জামান কর্তৃক ১০জন প্রসূতি মাকে উপহার বিতরণের মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রকল্প উদ্বোধন কালে তিনি বলেন, আমরা মনে করি, জেলা পরিষদ, নীলফামারী কর্তৃক এ উদ্যোগে হাসপাতালে প্রসবকালে নরমাল ডেলিভারি সেবা নিতে আসা প্রসূতি মায়েদের সংখ্যা বাড়বে এবং তাঁদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে।

নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জানান, জেলা পরিষদের অর্থায়নে ও পরিকল্পনায় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২টি প্রকল্পে মোট ৬ লক্ষ টাকায় এ বছর মোট ৭০০ জন প্রসূতি মাকে উপহারের প্যাকেট বিতরণ করা হবে। উপহারের প্রতিটি প্যাকেটে রয়েছে নবজাতক সন্তানের জন্য ১ সেট পোশাক, প্রসূতি মায়ের জন্য আরামদায়ক ১ সেট পোশাক, ১টি তোয়ালে, ২টি সাবান।

প্রসূতি মায়েদের নিকট উপহার বিতরণ কালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: আবু আল হাজ্জাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: আবু বক্কর সিদ্দিকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top