২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে গেছেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সুনামগঞ্জে এক পথসভায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে বলেছেন, “শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন।” শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি অকার্যকর রাষ্ট্র রেখে যেতে পারি না। যাদের সন্তানরা এই আন্দোলনে প্রাণ দিয়েছে, তাদের জন্য হলেও আমাদের এই রাষ্ট্রকে মেরামত করতে হবে।” তিনি এনসিপির লক্ষ্য সম্পর্কে বলেন, “এই রাষ্ট্র সংস্কারের জন্যই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আমরা মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা শুনছি।”

সুনামগঞ্জের হাওড় ও নদীকেন্দ্রিক উন্নয়নের ওপর জোর দিয়ে নাহিদ বলেন, “হাওড় আমাদের জাতীয় সম্পদ। পরিবেশ ও হাওড়ের সুরক্ষা নিশ্চিত করেই এখানের উন্নয়ন করতে হবে।” তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা ৩ আগস্ট ঢাকায় জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের জন্য যাচ্ছি।”

সভায় এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পার্টির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

নাহিদের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দেশজুড়ে রাজনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন দল নতুনভাবে তাদের অবস্থান নির্ধারণ করছে। এনসিপির এই পদযাত্রাকে রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top