আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের কবর জিয়ারত এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার নেতারা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের কবর জিয়ারত করেন। একই সঙ্গে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম। তিনি বলেন, ‘ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন রাজশাহীর অহংকার। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তাঁর মতো একজন মেধাবী ও সাহসী পাইলটের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’
তিনি আরও বলেন, ‘শুধু তৌকির নন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, সেটিও ছিল অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাঁদের জন্যও গভীর শোক প্রকাশ করছি।’
ছাত্র অধিকার পরিষদের নেতারা নিহত সবার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা নিহত শিক্ষক-শিক্ষিকাদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।