২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার পুলিশ বিশেষ অভিযানে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চর খানপুর এলাকার বাসিন্দা মো. সেলিম (২৬)। বর্তমানে তিনি কাশিয়াডাঙ্গা থানার বসরী গ্রামে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) নাদিম উদ্দীনের নেতৃত্বে একটি টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় একটি বাড়ির সামনে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ সন্ধ্যা সোয়া ৬টায় ওই এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সহযোগী একজন পালিয়ে যায়।

গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top