২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যানার টাঙিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বর্তমানে একটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। ২০১৮ সালে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ তলা এই ভবনটি গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।

শুক্রবার ভবনটি পরিদর্শন করে দেখা গেছে, ভবনের সমস্ত মূল্যবান উপকরণ – দরজা-জানালা, গ্রিল, বৈদ্যুতিক সরঞ্জাম, লিফট থেকে শুরু করে ফ্লোরের টাইলস পর্যন্ত অপসারণ করা হয়েছে। কেবল খালি দেয়ালগুলোই অবশিষ্ট রয়েছে। বর্তমানে ভবনের সামনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে একটি ব্যানার ঝুলছে এবং ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

২০১৮ সালের ২৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনটি উদ্বোধন করেছিলেন। কিন্তু মাত্র ছয় বছরের মাথায় দলটির কেন্দ্রীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর ভবনটি কিছুদিন ভাসমান মানুষের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল।

এই ভবনের বর্তমান অবস্থান দলটির ভাগ্যবিপর্যয়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভবনটির এই পরিণতি আওয়ামী লীগের বিলুপ্তপ্রায় রাজনৈতিক প্রভাবেরই ইঙ্গিতবাহী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top