আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৬ জুলাই) সকালে কলেজের কেন্দ্রীয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, ‘আমরা খেলায় শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। জয়-পরাজয় খেলারই অংশ, তবে শৃঙ্খলার জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীনসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা। মাঠে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির ও শিক্ষার্থীরা।
প্রথম দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ। এরপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ খেলবে ভুগোল ও পরিবেশ বিভাগের বিপক্ষে। তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ফিন্যান্স ও ব্যাংকিং এবং পদার্থবিজ্ঞান বিভাগ। দিনের শেষ ম্যাচে মাঠে নামে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
এবারের আসরে ২৪টি বিভাগের ২৪টি দল অংশ নিচ্ছে। প্রথম পর্বে ১২টি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে। বিজয়ী ১২টি দল নিয়ে গঠিত হবে দুটি গ্রুপ—‘এ’ ও ‘বি’, যাতে থাকবে ছয়টি করে দল। পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব ও পরবর্তী পর্বের ম্যাচগুলো।
ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে কলেজ মাঠ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট।