২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে প্রকৃত ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

“সবুজে সাজাই বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছে পরিবেশবাদী সংগঠন প্রকৃত ও জীবন ক্লাব। আগস্ট মাস পর্যন্ত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (২৬ জুলাই) সকালে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার প্রত্যাশা আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

প্রত্যাশা আইডিয়াল একাডেমির অধ্যক্ষ ডক্টর গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃত ও জীবন ক্লাবের আহ্বায়ক মো. সেকেন্দার আলী, সদস্য সচিব লেখক ও সাংবাদিক অধ্যাপক আবু সালেহ মো. ফাত্তাহ, মহানগর সম্পাদক চিকিৎসক ও গবেষক রওশন আলী খান, শিক্ষাবিদ অধ্যক্ষ সাইদুর রহমান, বাংলালিংকের সিনিয়র জোনাল ম্যানেজার এ কে এম রোকনুজ্জামান, ক্লাবের উপদেষ্টা ও পরিবেশবাদী সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপদেষ্টা লেখক, প্রকাশক ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ এবং রাজশাহী শিক্ষা গবেষণা পরিষদের সম্পাদক শিক্ষক ডা. ফাহিম আরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী, শতাধিক অভিভাবক ও অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিদ্যালয় চত্বরে দেবদারু, ছাতিম ও নিম গাছের চারা রোপণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top