মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয়তাবাদী উলাম দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। রুহুল আমীন ভূইঁয়া আহবায়ক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলা বিএনপির অস্খায়ী কার্যালয়ে বালিয়াকান্দি উপজেলা উলামা দলের আয়োজনে আহবায়ক। কমিটি গঠন অনুষ্ঠানের মোঃ রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে ও বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা উলামা দলের সাধারন সম্পাদক হাফেজ মোঃ লোকমান হোসেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা শ্রমীক দলের সাধারন সম্পাদক মোঃ সোহেল , জিয়া মঞ্চের আহবায়ক মোঃ নান্নু হোসেন ‘বিশ্বাস, সাধারন অহিদুজ্জাম মন্ডল অহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইরান হোসেন প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনসহ উলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ‘বক্তব্য শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোম রুহুল আমীন ভূঁইয়াকে আহবাায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।