নিজস্ব প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জুলাই-আগস্ট আন্দোলনে তারেক রহমান ও বিএনপির ভূমিকাকে মুখ্য হিসেবে উল্লেখ করেছেন। শনিবার (২৬ জুলাই) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির। সবচেয়ে দীর্ঘ সময় ধরে আত্মত্যাগের ইতিহাস বেগম খালেদা জিয়ার।”
খসরু মাহমুদ গত ১৬ বছরের আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, “এত মানুষের আত্মত্যাগ আজ অনেকেই ভুলে যাচ্ছে। যাদের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়েছে, পরিবার বিচ্ছিন্ন হয়েছে, চাকরি হারিয়েছে, তাদের কথা আলোচনায় আসছে না।” তিনি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে এক কোটি তরুণের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বিএনপি নেতা বলেন, “স্বাস্থ্য, শিক্ষা, আইটি, শিল্প ও কৃষিখাতে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এখন রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। তারেক রহমান সহনশীলতার কথা বলেছেন, ভিন্নমতকে সম্মান জানানোর কথা বলেছেন। কারণ সংস্কৃতি বদল না হলে সংস্কার অর্থহীন।”
তিনি জুলাই আন্দোলনে বিএনপির অবদান স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, “প্রথম শহীদ ওয়াসিমের নাম ঢাকায় কোথাও উচ্চারিত হয় না। আমরা এই আন্দোলনকে বিএনপির কৃতিত্ব হিসেবে দেখাতে চাই না, কিন্তু ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।”
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “এটি বিচ্ছিন্ন কোনো আন্দোলন নয়, বরং ১৬ বছরের সংগ্রামের ফসল। ৩ আগস্ট আমার বাসায় হামলা করা হয়েছিল, মা আগুনে আটকা পড়েছিলেন। কিন্তু এসবের কোনো বিচার হয়নি।”
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আলোচনা সভার পূর্বে আওয়ামী লীগের শাসন ও জুলাই-আগস্ট আন্দোলন বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।