২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় তজুমদ্দিন উপজেলায় শনিবার (২৬ জুলাই ) সকাল ৯.৩০ এ উপজেলা প্রশাসন, সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সমন্বয়ে তজুমদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয়ভাবে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে লাইভ দেখানো হয়। পরে কর্মসূচি হিসেবে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা, কবিতা, নাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ, তজুমুদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: মহব্বত খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো: সেলিম মিয়া, তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক জনাব ফখরে আজম পলাশ -সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর সমূহের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও জুলাই অভ্যুত্থানে শহীদ,আহত পরিবারের সদস্যগণ।

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মো: সিদ্দিকুর রহমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top