মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা ) প্রতিদিন:
শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার সদরস্থ ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক। আহত হয়েছেন আরও অনেকে।
জানা যায়, মাদকবিরোধী সংগঠন ড্রাগন একাডেমির আয়োজনে চলমান একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে হঠাৎ করে ইলিয়টগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে পড়ে।
দুঃখজনকভাবে বাসটি খেলা দেখতে আসা দর্শকদের উপর উঠে গেলে ঘটনাস্থলেই উপজেলার জাহাপুড় ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩৩), একজন অটোরিকশাচালক, নিহত হন।
এ দুর্ঘটনায় আরও কয়েকজন দর্শক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর পরিবহনটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
এই ঘটনার পর স্থানীয় জনমনে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।