২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

দেশ থেকে সকল প্রকার কোটাপ্রথা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, তা পরবর্তীতে পরিণত হয় স্বৈরাচারী আওয়ামী শাসনের অবসান ঘটানোর এক দফার গণঅভ্যুত্থানে। আন্দোলনের ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে।

ওই গণজাগরণ ২০২৪ সালের জুলাই মাসে শুরু হয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে আগস্টের ৫ তারিখ। ওই দিন স্বৈরাচারী সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা দেশত্যাগে বাধ্য হন।

গণঅভ্যুত্থানের আগমুহূর্তে ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে সরকার বর্বরোচিত দমন-পীড়নে মেতে ওঠে। নিহত হন প্রায় দুই হাজার ছাত্র, জনতা ও শিশু। আহত হন বিশ হাজারের বেশি। অনেকেই এখনো চিকিৎসাধীন।

গণজাগরণের বিজয় স্মরণে রাজশাহী মহানগর বিএনপির সহযোগিতায় এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট সৈয়দ শাহীন শওকতের সার্বিক তত্ত্বাবধানে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ নানা আয়োজনে উদযাপন করা হয়।

বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় “রোড টু জুলাই” শীর্ষক ভিজ্যুয়াল ও লাইভ ড্রামা শো। এতে ফ্যাসিবাদবিরোধী লড়াই ও শেখ হাসিনা সরকারের পতনের পথচলা তুলে ধরা হয়। অনুষ্ঠানে পরিবেশন করা হয় দেশাত্মবোধক ও রণসংগীত। পাশাপাশি প্রদর্শিত হয় ‘জুলাই-আগস্টের রক্তাক্ত প্রতীকী দেহ’।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে রোডমার্চের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু।

এছাড়া উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী জেলার আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র সদস্য সচিব ফায়সাল সরকার ডিকো, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব আরফিন কনক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম এবং মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top