২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপনী

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির প্রয়াস হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা। জুলাই মাসের গণআন্দোলনে আহত সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ক এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

রাজধানীর সার্কিট হাউজ সড়কে পিআইবির সেমিনার কক্ষে ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মসূচি। দেশের বিভিন্ন জেলা থেকে বাছাই করা ২৮ জন সাংবাদিক এতে অংশ নেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন পিআইবির কোর্স কো-অর্ডিনেটর মো. শাহ আলম সৈকত।

সমাপনী দিনে প্রশিক্ষণ বিষয়ে অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ জুলাই আহত সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সদস্য সচিব মো. কাওসার হামিদ এবং মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক আলোকিত সকাল এবং দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি মামুনুর রশিদ তরফদার।

এই হাতে-কলমে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মোবাইল সাংবাদিকতার আধুনিক কৌশল যেমন: ভিডিও ধারণ, সম্পাদনা, স্ক্রিপ্ট রচনা, ভয়েসওভার, ডিজিটাল নিরাপত্তা ও তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) ইত্যাদি বিষয়ে বাস্তবভিত্তিক অনুশীলন করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগ আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি সাংবাদিকতায় মোবাইল প্রযুক্তির ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top