নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের সংগীতজগত এক দুঃসংবাদে স্তব্ধ হয়ে গেছে। জনপ্রিয় ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল (জসীমের ছেলে) রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর।
ঘটনার বিস্তারিত জানিয়ে ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে বলেন, উত্তরার একটি জিমে ব্যায়ামরত অবস্থায় রাতুল হঠাৎ অসুস্থ বোধ করেন। তাকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় এবং পরে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
সংগীতাঙ্গনে রাতুল ছিলেন এক বহুমুখী প্রতিভা। ২০১৪ সালে ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। শুধু গায়ক হিসেবেই নয়, একজন দক্ষ প্রযোজক হিসেবেও তার সুনাম ছিল। বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম প্রযোজনায় তার অসামান্য অবদান বাংলাদেশের রক সংগীতকে সমৃদ্ধ করেছে।
তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের সংগীতাঙ্গন। ‘নিজেদের’ ব্যান্ড তাদের ফেসবুক পেজে এক শোকবার্তায় লিখেছে, “দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার, ওন্ড-এর বেজিস্ট-ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আমরা তার আত্মার শান্তি কামনা করছি।”
এ কে রাতুলের মৃত্যু বাংলাদেশের সংগীতজগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি রেখে গেছেন স্ত্রী, এক কন্যাসন্তান এবং অসংখ্য শুভানুধ্যায়ীকে। তার শেষকৃত্য উত্তরার বসুন্ধরা আবাসিক এলাকায় পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।