২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

ডোমারে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে আ.লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগ নেতার অতিথি হিসেবে উপস্থিতি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকেলে ডোমার চ্যাম্পিয়ন লীগ (ডিসিএল)-এর উদ্বোধন করা হয়। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং যুব সমাজকে সম্পৃক্ত করতেই আয়োজন করা হয় এ টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীসহ প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা।

তবে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেনের উপস্থিতি। অনুষ্ঠানের একাধিক ছবিতে দেখা যায়, তিনি অতিথি মঞ্চে সরকারি কর্মকর্তাদের পাশে বসে আছেন। এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে এবং এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহির মিলন বলেন, “জুলাই আন্দোলনের বিরোধী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের অতিথি হিসেবে মঞ্চে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা একাধিকবার ইউএনওকে এসব বিষয়ে জানিয়েছি। তারপরও কেন এমন ঘটলো, তা আমাদের বোধগম্য নয়।”

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, “এটি উপজেলা প্রশাসনের কোনো অনুষ্ঠান নয়। স্থানীয় কিছু ছেলে এটি আয়োজন করেছে। আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছি। এখানে আমার যোগদানের সময় খুব অল্প, তাই অনেকের ব্যাপারে এখনও বিস্তারিত জানি না।”

এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে একধরনের অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top