২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে উপজেলা বিএনপি’র সভাপতি স্বপদে বহাল

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে রাজবাড়ী জেলা বিএনপি। রবিবার (২৭ জুলাই) রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাড.কামরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই চিঠিতে বলা হয়, গত ২৬ জুন রাজবাড়ী জেলা ভোক্তা অধিদপ্তরে একটি শুনানীকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভূল বুঝাবুঝির একপর্যায়ে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। জেসমিন সুলতানা বাদী হয়ে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী চাঁদ আলী খানকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়। সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে সভাপতির চলতি দায়িত্ব প্রদান করা হয়। পরর্তীতে এ বিষয়ে দলীয় ভাবে রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি সহ ৩ সদস্য তদন্ত কমিটি তদন্ত করেন। ওই তদন্ত কমিটির তদন্তে তার বিরুদ্ধে অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করায় আর কোন অভিযোগ না থাকায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি স্বপদে পূনরায় চাঁদ আলী খানকে বহাল করা হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন। সেই সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তাদের প্রাণের নেতাকে সভাপতি হিসাবে পূনরায় পেয়ে আনন্দিত পাংশা উপজেলা পৌর শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top