৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির শালমারায় উন্মুক্ত জলাশয়ে সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমারা বিলে সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) এই উপলক্ষে এলাকাবাসী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ সজিবুর রহমান, মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস বলেন, “এই প্রকল্পের মাধ্যমে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনা, স্থানীয় চাষিদের উৎসাহিত করা এবং একটি টেকসই মাছচাষ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।”


শালমারা, বাহিরচর, গঙ্গাসাগর ও জঙ্গল অলংকারপুর এলাকার কৃষকেরা এখন ফসলের পাশাপাশি মৎস্য চাষেও আগ্রহী হয়ে উঠেছেন।

এই প্রকল্পের আওতায় বিলটিতে প্রায় ৮০ কেজির অধিক বিভিন্ন প্রজাতির রেণু- পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজভিত্তিক মাছচাষ প্রকল্পের সভাপতি মোঃ ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক আলম মোল্লা, সদস্য এনামুল করিম নান্নু, আব্দুল আলিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু জাফরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমিতির নেতৃবৃন্দ বলেন, “মাছে-ভাতে বাঙালি”—এই ঐতিহ্যকে ধরে রাখতে ও আমিষের ঘাটতি পূরণে উন্মুক্ত জলাশয়ে সমবায় ভিত্তিতে মাছচাষের এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।”

মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ সজিবুর রহমান বলেন, “দেশে মাছ উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বালিয়াকান্দির জলাশয়গুলোতে অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন বাজার থেকে কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। শালমারা বিলেও কেউ অবৈধ জাল ব্যবহার করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, এই সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পটি স্থানীয় মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top