২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে রক্তপাত, আহত ১

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী সেলিনা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের সাহাব উদ্দীন, বাতেন খালাসী, হাসনারা বেগম, অঞ্জু বেগম, স্বপ্না বেগম ও ময়না বেগমকে বিবাদী করে মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়,১ নং বিবাদীর বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাদীর স্বামীর পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদীরা দীর্ঘ দিন যাবৎ বিরোধ চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বাদী উক্ত জমিতে কাজ করতে গেলে বিবাদীগণ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ অনাধিকারে জমিতে প্রবেশ করে বাদীকে গাল-মন্দ করতে থাকে। বাদী তাদেরকে গাল-মন্দ করিতে নিষেধ করলে ১নং বিবাদী উত্তেজিত হয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে গুরুতর ভাবে রক্তাক্ত জখম করে ও অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্র দিয়ে বাদীর উপর উপর্যুপরি আঘাত করে এবং চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে বাদীর চিৎকারে বাদীর ছেলে-মেয়ে এসে স্থানীয়দের সহায়তায় বিবাদীর বাড়ী থেকে বাদীকে উদ্ধার করে মনোহরদী সরকারী হাসপাতালে ভর্তি করে।
এ সময় বিবাদীরা বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকীও প্রদান করে।

এ বিষয়ে মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা এস.আই আবেদ আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম বাদী ও বিবাদীর দেবর-ভাবীর সম্পর্ক। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে দেবর-ভাবীকে মারপিট করে। এ ছাড়াও এলাকার জন-প্রতিনিধিরা স্থানীয় ভাবে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top