২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

বিদেশি মেডিকেল টিমের সহায়তায় প্রধান উপদেষ্টার সন্তোষ

নিজস্ব প্রতিনিধি:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তাকারী বিদেশি মেডিকেল টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ সদস্যবিশিষ্ট চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এই ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “এই সংকটকালে আন্তর্জাতিক চিকিৎসক দল তাদের পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে আহত শিশুদের ট্রমা কেয়ারে তাদের অবদান অপরিসীম।” তিনি জরুরি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহযোগিতার গুরুত্বকে বিশেষভাবে উল্লেখ করেন।

ড. ইউনূস বিদেশি চিকিৎসকদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি ভার্চুয়াল সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। তার মতে, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসা শিক্ষার আদান-প্রদান এবং উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বিদেশি মেডিকেল টিমের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই কঠিন সময়ে আপনাদের প্রদত্ত সহায়তা বাংলাদেশ কখনো ভুলবে না।”

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, “এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে চিকিৎসার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমানা নেই।”

বৈঠকে সিঙ্গাপুর থেকে ১০ জন, চীন থেকে ৮ জন এবং ভারত থেকে ৪ জন চিকিৎসা বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। এছাড়া চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশন প্রধানও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে বিদেশি মেডিকেল টিমের আগমন ও কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top