২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

আসন নয়, উচ্চকক্ষ গঠনে ভোটের অনুপাতের দাবি এনসিপির

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে ভোটের অনুপাত বিবেচনার দাবি জানিয়েছেন। সোমবার জামালপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে উচ্চকক্ষ গঠন অপরিহার্য, তবে এটি ভোটের অনুপাতে হতে হবে, আসন সংখ্যার ভিত্তিতে নয়।”

নাহিদ ইসলাম জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বলেন, “মৌলিক সংস্কারের রূপরেখা হিসেবে জুলাই সনদের অধিকাংশ বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে। তবে উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” তিনি আশা প্রকাশ করেন যে ৫ আগস্টের মধ্যে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হবে।

এনসিপি নেতা প্রশাসনিক নিরপেক্ষতার অভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “পুলিশ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে নিরপেক্ষ আচরণ করা হচ্ছে না। নির্বাচনের আগে অবশ্যই সমতল খেলার মাঠ নিশ্চিত করতে হবে।”

সকালে জেলা পরিষদ ডাকবাংলোতে এনসিপির একটি প্রতিনিধিদল জুলাই অভ্যুত্থানে শহীদ ১১ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। নাহিদ ইসলাম শহীদ পরিবারগুলোর সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। পরে দলটি চামড়াগুদাম এলাকার আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমি মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করে।

নাহিদ ইসলামের এই বক্তব্য উচ্চকক্ষ গঠন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের এই প্রস্তাব রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top