নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার তাসকিন আহমেদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত রাতে মিরপুর ১ নম্বর সেক্টরে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, তাসকিন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভকে ফোন করে ডেকে এনে মদ্যপ অবস্থায় শারীরিকভাবে আক্রমণ করেন। সৌরভ দাবি করেছেন, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে জখম করেছেন এবং ভয়ভীতি দেখিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুজনের মধ্যে পূর্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঘটনার পর সৌরভ মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ বা তাসকিনের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সতর্কতা অবলম্বন করেছে। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। আইকন প্লেয়ারের এমন কাজে জড়ানো উচিত নয়। আমরা বিষয়টি তদন্ত করছি।”
তাসকিন সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন, যেখানে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল। তবে এবার মাঠের বাইরের এই ঘটনায় তিনি আলোচনায় এসেছেন। ক্রীড়াঙ্গনে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।