২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

ফায়ার অ্যালার্মে ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত, বিএনপির ওয়াকআউট

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক প্রায় ২৫ মিনিটের জন্য বাধাগ্রস্ত হয়েছে। সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে অ্যালার্ম বাজার পর রাজনৈতিক নেতারা তাড়াহুড়ো করে ভবন ত্যাগ করেন।

ঘটনার পর একাডেমি কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে কোথাও আগুন লাগেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকজন ব্যক্তির সিগারেটের ধোঁয়ায় ফায়ার সেন্সর সক্রিয় হয়ে অ্যালার্ম বেজে উঠেছে। দুপুর ১২টা ৪০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বৈঠক পুনরায় শুরু হয়।

এর আগেই বিএনপি প্রতিনিধিদল বৈঠক থেকে ওয়াকআউট করে। সোমবার সকালে দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই তারা এই সিদ্ধান্ত নেন।

গতকাল রোববার ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ তিন দিনের মধ্যে কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, খসড়া সনদে শুধুমাত্র বড় ধরনের মৌলিক আপত্তিগুলোই আলোচনায় আনা হবে।

ঐকমত্য কমিশনের এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জনের বেশি নেতা উপস্থিত ছিলেন। ফায়ার অ্যালার্মের ঘটনায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, ভবনের নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সঠিকভাবে কাজ করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top