মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আজ সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগটি গ্রহণ করেছে দীঘিনালা সেনা জোন (৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোন) এবং আয়োজন করে সদর দপ্তর, ২০৩ পদাতিক ব্রিগেড। এটি ছিল ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’-এর একটি অংশ।
এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৫০০ জনেরও বেশি হতদরিদ্র, অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন: মেজর মোঃ মোজাম্মেল হোসেন – মেডিসিন বিশেষজ্ঞ (৫ ফিল্ড অ্যাম্বুলেন্স), মেজর তাসমিয়া আক্তার – গাইনী বিশেষজ্ঞ (৫ ফিল্ড অ্যাম্বুলেন্স), ক্যাপ্টেন লাবনী জামান – মেডিকেল অফিসার (এমও), ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম রনি – আরএমও, দীঘিনালা সেনা জোন। এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেনাবাহিনীর এমন সমাজসেবামূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।