২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে নৌবাহিনীর আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোহাম্মদ নয়ন চৌধুরী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

নৌবাহিনীর একটি অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসক দলের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৩০০ জন নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত রোগীদের মধ্যে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসা ও ওষুধ পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

চিকিৎসা কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ নৌবাহিনী তজুমদ্দিন কন্টিনজেন্ট প্রধান লেফটেন্যান্ট আবিদুল ইসলাম বলেন “সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় আন্তরিক। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

চিকিৎসাসেবা শেষে স্থানীয়দের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পরামর্শমূলক সেশন পরিচালনা করে নৌবাহিনী, যেখানে অংশগ্রহণকারীরা প্রাথমিক স্বাস্থ্যবিধি, সচেতনতা ও জীবনযাপন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।

‘জুলাই পূর্ণজাগরণ’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তজুমদ্দিনে এই চিকিৎসাসেবা কার্যক্রম ছিল সেই মহতী উদ্যাগেরই অংশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top