নিজস্ব প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের আচরণে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলেছেন। সোমবার নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি বলেন, “ভারত কেন শেখ হাসিনাকে ফেরত নিচ্ছে না, যিনি একজন বাঙালি মুসলমান এবং বাংলাদেশের নাগরিক?”
রিজভী তার বক্তব্যে তীব্র ভাষায় ভারতের সমালোচনা করে বলেন, “ভারত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দুর্বৃত্ত, ব্যাংক লুটেরা ও গণহত্যাকারীদের আশ্রয় দিচ্ছে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত নিচ্ছে না।” তিনি এটিকে ভারতের রাজনৈতিক স্বার্থপরতা হিসেবে আখ্যায়িত করেন।
বিএনপি নেতা আরও অভিযোগ করেন, “ভারত তার পছন্দের সরকার বাংলাদেশে দেখতে চায়, জনগণের ইচ্ছা নির্বিশেষে। তারা সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চায়।” তিনি ট্রান্সপমেন্ট বিমানবন্দর বন্ধের উদাহরণ টেনে ভারতের বিরুদ্ধে ‘অবরোধ’ নীতিরও অভিযোগ তোলেন।
রিজভী সরকারকে আহ্বান জানান, “ভারতের এই অন্যায় আচরণের বিরুদ্ধে দৃঢ়ভাবে পুশব্যাক করতে হবে।” তিনি বলেন, “একটি দেশপ্রেমিক সরকারের এটি করা উচিত ছিল।”
উল্লেখ্য, বিমানবন্দর বন্ধ এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে রিজভীর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।