নিজস্ব প্রতিনিধি:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ নিরসনে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোমবার পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
আনোয়ার ইব্রাহিম জানান, ২৮ জুলাই মধ্যরাত থেকে কার্যকর এই যুদ্ধবিরতি “উত্তেজনা প্রশমন ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক”। তিনি উল্লেখ করেন যে মালয়েশিয়া এই প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতৃত্বের সঙ্গে নিবিড় সমন্বয় রেখেছে। বৈঠকে দুই দেশের পাশাপাশি মার্কিন ও চীনা রাষ্ট্রদূতদের উপস্থিতি আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় ব্যাপক আন্তর্জাতিক সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছিলেন, “যুদ্ধবিরতি অর্জনই আমাদের মূল লক্ষ্য”। তবে থাই প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সতর্ক করে দিয়েছিলেন যে কম্বোডিয়ার আন্তরিকতা প্রমাণিত হতে হবে।
এই সংঘর্ষে ইতিমধ্যে ৩৫ জন নিহত এবং ২৭০,০০০ এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের সমাধানে মালয়েশিয়ার এই মধ্যস্থতাকে আঞ্চলিক কূটনীতির সফলতা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি প্রক্রিয়ার সূচনা করতে পারে।