খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তজুমদ্দিন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বেলা ১২টায় তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে ভোলা জেলা শিক্ষা অফিস ও তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এসময় মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে অতিথিদের মাধ্যমে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ফলাফলের উন্নয়নে উৎসাহ জোগায়। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যাতে এই পুরস্কারের আওতায় আসতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।