নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ভারী বৃষ্টির মধ্যে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারী তাসনিম সিদ্দিকী জ্যোতির মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীর বাষ্পট্টি বিলের মাঝখান থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। গত রোববার রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় বৃষ্টির মধ্যে হাঁটার সময় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান জ্যোতি। প্রবল পানির স্রোতে তাকে ভেসে নিয়ে যায়।
মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা ও ‘মনি ট্রেডিং’ নামক একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানের সেলসম্যান জ্যোতি চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ার মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাতেই অভিযান শুরু করলেও প্রাথমিকভাবে কোনো সন্ধান মেলেনি। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়কের পাশের ড্রেন সংকুচিত করা হয়েছে, যার ফলে বৃষ্টির সময় প্রবল স্রোত তৈরি হয়। এ ধরনের নিরাপত্তাহীন খোলা ম্যানহোলে পড়ে আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান। ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, “দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর ছিল এবং প্রবল বৃষ্টির কারণে পানিতে সম্পূর্ণ ডুবে ছিল। আমাদের ডুবুরি দল কঠোর পরিশ্রমের পর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।”
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।” স্থানীয়রা নিরাপদ চলাচলের ব্যবস্থা, ঢাকনাযুক্ত ম্যানহোল এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, “এই মৃত্যু যেন আর কোনো পরিবারে না আসে।”
এদিকে, গাজীপুর সিটি করপোরেশন এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে। সচিবের নেতৃত্বে গঠিত ৪ সদস্যের এই তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয়েছে।