নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার ঢাকায় স্পষ্ট জানিয়েছেন যে তিস্তা নদীর বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত, তবে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রদূত ওয়েন বাংলাদেশ-পাকিস্তান-চীন ত্রিপক্ষীয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো উন্নত ও সমৃদ্ধ প্রতিবেশী গঠন এবং অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করা। তিনি জোর দিয়ে বলেন যে এই সহযোগিতা কোনোভাবেই তৃতীয় পক্ষবিরোধী জোট নয় এবং দক্ষিণ এশিয়ার কোনো দেশই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেনি।
আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কথা বলতে গিয়ে চীনা রাষ্ট্রদূত মার্কিন শুল্ক নীতিকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মবহির্ভূত আখ্যায়িত করেন এবং সতর্ক করেন যে এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে ইয়াও ওয়েন আস্থা প্রকাশ করে বলেন যে অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। রোহিঙ্গা সংকট সমাধানে তিনি মিয়ানমারে তাদের টেকসই প্রত্যাবাসনকেই একমাত্র সমাধান হিসেবে দেখেন, যদিও তিনি স্বীকার করেন যে রাখাইনের বর্তমান পরিস্থিতি এখনই প্রত্যাবাসনের অনুকূল নয়। এ বিষয়ে চীন বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সাথেই যোগাযোগ রেখে চলেছে বলে জানান তিনি।
সম্প্রতি বাংলাদেশে চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার বিষয়ে রাষ্ট্রদূত জানান যে চীন এই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং শীঘ্রই একটি কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে বলে আশা করা যায়।