৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৭ হিজরি

হাতীবান্ধায় পিআইও উত্তম কুমার নন্দীর দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন কার্যক্রমে নজিরবিহীন সাফল্য: ইউএনও শামীম মিঞার প্রশংসা

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলা হাতীবান্ধা। আর এই উপজেলার সার্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী।

২০২৪-২৫ অর্থবছরে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে যেভাবে গতিশীলতা এসেছে, তার পেছনে রয়েছে এই কর্মকর্তা’র সুশৃঙ্খল পরিকল্পনা, সততা, পরিশ্রম ও নিষ্ঠা।পিআইও কার্যালয়ের অধীনে বাস্তবায়ন হওয়া বিভিন্ন প্রকল্প যেমন: টিআর, কাবিখা, কাবিটা, চাল ও গম, আশ্রয়ণ প্রকল্প, টিন বিতরণ, রাস্তা পাকা করণ, রাস্তা মেরামত, সিসি ড্রেন নির্মাণ, ইউ-ড্রেন, ব্রিজ-কালভার্ট, প্রাচীর নির্মাণ, প্যালাসাইটিং-সহ সব কাজই বাস্তবায়িত হয়েছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়ানুবর্তিতার মাধ্যমে।

জনগণের মাঝে তৃপ্তির প্রতিচ্ছবি,সাধারণ মানুষ বলছে— অতীতে অনেক সময় প্রকল্পের কাজে অনিয়ম ছিল, সময়মতো কাজ হতো না, কিংবা কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু পিআইও উত্তম কুমার নন্দীর দায়িত্ব গ্রহণের পর থেকে পুরো চিত্রটাই পাল্টে গেছে। এখন কাজ হয় নিয়ম মেনে, সময়মতো এবং যথাযথ মান বজায় রেখে।

বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আওতায় চাল ও গম বিতরণে যে স্বচ্ছতা তিনি নিশ্চিত করেছেন, তা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক ধারণা সৃষ্টি করেছে। কেউ অভিযোগ করেনি, বরং সবাই পেয়েছে তাদের প্রাপ্য। এমন কাজের জন্য একজন সরকারি কর্মকর্তার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা এখন দৃশ্যমান।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম মিঞা এক প্রতিক্রিয়ায় বলেন,“পি.আই.ও উত্তম কুমার নন্দী তার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রমাণ করেছেন যে, সরকারি কর্মকর্তা হয়েও জনগণের কাছে আস্থা অর্জন করা সম্ভব। তিনি একজন প্রকৃত অর্থে উন্নয়নের নিরব সেনানী। তাঁর কর্মকাণ্ডে হাতীবান্ধা উপজেলা আজ উন্নয়ন ও স্বচ্ছতা ব্যবস্থাপনার একটি রোল মডেল হয়ে উঠছে।”

ইউএনও আরও বলেন, আমি হাতিবান্ধা উপজেলা চলমান কাজের একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছি এবং কোথাও কোনো গাফিলতি পাইনি। কাজ হয়েছে যথাযথ মান বজায় রেখে। তার মতো কর্মকর্তা যদি প্রতিটি উপজেলায় দায়িত্বে থাকতেন, তাহলে গ্রামগঞ্জের চেহারা বদলে যেত।”

টি,আর,কাবিটা ও কাবিখা কাজ,বিতরণ,আবাসন সহ- প্রতিটি কাজেই ছিল নিবিড় মনিটরিং পি,আই,ও উত্তম কুমার নন্দীর। তিনি শুধূ অফিসে বসে দাপ্তরিক কাজ পরিচালনাই করেননি, বরং নিজেই মাঠে নেমে প্রকল্প এলাকা ঘুরে ঘুরে দেখেছেন। কোনো কাজ যাতে অসম্পূর্ণ বা মানহীন না হয়, সে বিষয়ে নিজে সরাসরি তদারকি করেছেন।

এব্যপারে হাতিবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা উত্তম কুমার নন্দীর সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন,সরকার আমাদের যেভাবে দায়িত্ব দিয়েছে, আমরা কাজ করে করার চেষ্টা করেছি সেই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য। উন্নয়নের টাকা যেন এক টাকাও অপচয় না হয়, এটাই ছিল আমার মূল লক্ষ্য।” আমি যতদিন কর্মরত থাকব ততদিন আমার সততা নিষ্ঠা দিয়ে সঠিক কাজ করার চেষ্টা করে যাব ইনশাল্লাহ।

এদিকে হাতিবান্ধা আশ্রয়ণ প্রকল্পেও এসেছে গতি। ২০২৪-২৫ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিভিন্ন স্থানে গৃহ নির্মাণ ও পুনর্বাসনের কাজও দ্রুত সম্পন্ন হয়েছে। এসব গৃহ বরাদ্দ পেয়েছে গৃহহীন অসহায় পরিবারগুলো, যারা এখন সরকারি সহায়তায় একটি সুন্দর জীবনযাত্রা শুরু করতে পেরেছে।

তিনি আরও বলেন, আমার কর্মজীনের বাকি সময়টুকু আমি এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। যেকোনো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের কল্যাণে কাজ করাই হবে তার চাকুরী জীবনের মূল্য লক্ষ।

এব্যপারে লালমনিরহাট জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা শাহরীয়ার তানভীর আহমেদ দৈনিক আমার বাংলাদেশ কে বলেন, হাতিবান্ধার মতো একটি প্রত্যন্ত এলাকায় এমন একজন কর্মনিষ্ঠ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন একজন প্রকল্প কর্মকর্তা নিঃসন্দেহে প্রশাসনের মুখ উজ্জ্বল করেছেন। উত্তম কুমার নন্দীর নেতৃত্বে যেভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, তা দেশব্যাপী অনুসরণযোগ্য, ও একটি দৃষ্টান্ত হয়ে উঠছে।

প্রশাসনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির পেছনে তার ভূমিকা অনস্বীকার্য। এভাবেই একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হয়ে উঠতে পারেন জনগণের প্রিয় একজন সেবক —উত্তম কুমার নন্দী তার প্রকৃষ্ট উদাহরণ।

সৃষ্ট ঘটনায় লালমনিরহাট জেলার সৎ নিষ্টাবান ও সুযোগ্য জেলা প্রশাসক রকিব হায়দারের সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি বলেন, আমি হাতিবান্ধা উপজেলার গ্রামীন জনগোষ্ঠীর অবকাঠামো উন্নয়ন রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় টিআর,কাবিটা, কাবিখা সহ-অন্যান্য কাজ গুলি পরিদর্শন করেছি,কাজের মান খুবি ভালো বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top