মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাকাতি মামলায় মোঃ কামাল কাজী (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার রহমতপুর গ্রামের মোঃ লতিফ কাজীর ছেলে। মঙ্গলবার বিকেলে সে রাজবাড়ী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানার গাড়াকোলা রেলওয়ে কলোনি থেকে বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
থানা সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের রমেশ চন্দ্র সরকারের বসতবাড়ীতে ৭-৮ অজ্ঞাতনামা ডাকাতরা গত ২৭ জুন রাত সাড়ে ১২ টা থেকে রাত ১টা পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে মৃত্যুর ভয় দেখায়। এসময় ডাকাতরা একজোড়া স্বর্নের দুল ও নগদ ২০ হাজার টাকা লুন্ঠন করে। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে পেচানো, পরনে গেঞ্জি, হাফ প্যান্ট ও খালি পায়ে ছিল। ডাকাতির এক পর্যায়ে ভাতিজা বউ সুনীতা রানী সরকার তার মোবাইল নাম্বার থেকে আশেপাশের লোকজনদেরকে ডাকাত পড়েছে বলে সংবাদ প্রদান করে। খবর পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা তার বসত ঘর থেকে বের হয়ে লোকজনকে আসতে দেখে বসত ঘরের সামনে পটকাবাজী ফুটিয়ে ব্যাপক শব্দ ও ধোয়ার সৃষ্টি করে। আতঙ্কে লোকজন ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করে গত ২৭ জুন বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
তিনি আরও বলেন, এ মামলায় ইতিপুর্বে গ্রেপ্তারকৃত বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা (মোল্লাপাড়া) গ্রামের নাসির মিয়া ওরফে আছিরুল মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪), অহল্লা, ভোটার এরিয়া-আলোকদিয়া গ্রামের মোঃ ওয়াজেদ মৃধার ছেলে মোঃ রাশেদুল ইসলাম (৪০) কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।