৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে ছাত্রবন্ধন সোসাইটির উদ্যোগে মাদকবিরোধী সেমিনার ও র‍্যালি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সচেতন ও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও র‍্যালি। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকালে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।

‘আমার চোখে জুলাই বিপ্লব’ শিরোনামে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করে ছাত্রবন্ধন সোসাইটি এবং বাস্তবায়ন সহযোগিতা প্রদান করে জেলা পরিষদ, নীলফামারী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই মাসের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সভাপতির সূচনা বক্তব্যে মাদকবিরোধী আন্দোলনে তরুণদের অগ্রণী ভূমিকা তুলে ধরা হয়।

মূল আয়োজন ছিল- শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, একটি প্রভাববিস্তারী মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার, অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সেমিনারে বক্তারা বলেন, “মাদক সমাজ ধ্বংসের অন্যতম প্রধান হাতিয়ার। এ বিষয়ে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এগিয়ে আসতে হবে।” তারা পারিবারিক বন্ধন জোরদারকরণ, সামাজিক প্রতিবন্ধকতা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ছিল সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগান, যা পথচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ছাত্রবন্ধন সোসাইটি-এর নেতারা বলেন, “যুব সমাজই পারে সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে। এই ধরনের সচেতনতামূলক উদ্যোগই পারে তরুণদের মধ্যে মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে।”

তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top