৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

পাথর শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই -মুফতি আলী হাসান ওসামা

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অধিকাংশ মানুষ শ্রমজীবী। তাই এখানকার প্রতিনিধিদের সবচেয়ে বেশি শ্রমজীবীদের অধিকার রক্ষায় কাজ করা প্রয়োজন ছিল। কিন্তু অতীতে জনপ্রতিনিধিরা শ্রমজীবীদের অধিকার রক্ষার পরিবর্তে তাদের অধিকার হরণে ছিলেন অধিক ব্যস্ত। তাই শ্রমজীবীদের অধিকার রক্ষার পাশাপাশি কল্যাণ রাষ্ট্র গঠনে দেশের ইসলামী দলগুলো প্রায় ঐক্যবদ্ধ হয়েছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি আছে। আমরা আপনাদের অধিকার রক্ষায় কাজ করতে চাই। খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা গোয়াইনঘাটের বারহাল বাজার, লাফনাউট বাজার, কোওর বাজারসহ পূর্ব আলীরগাঁও ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে বিভিন্ন পয়েন্ট লিফলেট বিতরণ ও গণসংযোগ পরবর্তী বিভিন্ন পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, যদি ইসলামের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়, তাহলে জনগণের ঐক্য দরকার, বিভক্তি নয়। “অতীতে যে ভুল হয়েছে, ভবিষ্যতে সেই ভুল আর করা হবে না ইনশাআল্লাহ” বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে প্রথমে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল বাজারে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় অনুষ্ঠিত হয়। বারহাল বাজারে সংক্ষিপ্ত পথসভা শেষে দায়িত্বশীলবৃন্দ সমবেত হন লাফনাউট বাজারে। সেখানেও গণসংযোগ, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত। সন্ধ্যা সাড়ে সাতটায় পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের স্থানীয় কোওর বাজারে পূর্ব পরিকল্পনা মতে পথসভা অনুষ্ঠিত হয়। কোওর বাজারের পথসভা শেষ করে এশার জামাতের ইমামতি করেন সারীঘাট বাজার জামে মসজিদে। এশার পর সারীঘাট বাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। রাত ১০টায় সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন বাঘের সড়ক বাজারে।

এর আগে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুঁজ খবর নেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে স্বাক্ষাতে মিলিত হন মুফতি আলী হাসান উসামা। তিনি প্রথমে লাফনাউট মাদরাসার খুঁজ খবর নেন এবং সেখানে শায়খে ছত্রপুরী রহ. ও শায়খে চাক্তা রহ.সহ সেখানকার শায়খদের কবর জিয়ারত করেন। এরপর বারহাল ফাজিল (ডিগ্রি) মাদরাসা সফর করেন এবং মাদরাসার খুঁজ খবর নেন।
বিভিন্ন পথসভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ-সভাপতি ও সিলেট-৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সালিক আহমদ, গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের শুরা সদস্য কাজী মাওলানা শামসুজ্জামান, জৈন্তাপুর উপজেলা শ্রমিক মজলিসের সভাপতি এবং জৈন্তাপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আজমল হক। এবং পথসভাগুলো পরিচালনার দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী।

বিভিন্ন পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার ছাত্র ও কৃষি বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সাধারণ সম্পাদক কে.এম মনসুর আহমদ ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম। এছাড়া গণসংযোগে খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী যুব মজলিস ও শ্রমিক মজলিসের বিভিন্ন স্তরের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top