রিফাজ বিশ্বাস লালন নিজস্ব প্রতিবেদক:
পাবনার বেড়ায় বেসরকারি উন্নয়য়ন সংস্থা বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের (ব্রেড) আয়োজনে বৃৃক্ষরোপণ-চারা বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গ্লোবাল ফান্ড ফর চিল্ডেনের সহযোগিতায় ‘গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই,’ এই স্লোগানে সবজি চাষসহ ফলদ ও ঔষধি গাছ রোপণ মধ্যে দিয়ে বেড্র শুরু করলো তাদের এ কার্যক্রম।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার পেচাকোলা অগ্রগামী বিদ্যানিকেতন মাঠে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
বেড্রর প্রোগ্রাম কোর্ডিনেটর আশিকুর রহমান লুলুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ চন্ডী চরণ পোদ্দার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার নুসরাত কবির। স্বাগত বক্তব্য রাখেন বেড্রর উপ-পরিচাললক হুমায়রা ইয়াছমিন পিয়।
এ সময় উপস্থিত ছিলেন হাটুরিয়া ইউনিয়র বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বেড্রর কমিউনিটি লিডার কামাল হোসেন, বেড্রর কর্মকর্তা মোছা. রওশন আরা।
দীর্ঘদিন ধরে পাবনার বেড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেড বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ড করে আসছে এবং প্রতি বছর বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে থাকেন