৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বেত জাল জব্দে অভিযান

জাকির হোসেন হাওলাদার, দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মৎস্য সম্পদ রক্ষায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প(মৎস্য অধিদপ্তরের অংশ)এর আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নদী,খাল,ও বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।

সোমবার মুরাদিয়াতে অভিযান চালিয়ে উত্তর মুরাদিয়া থেকে শুরু করে বিভিন্ন যায়গায় থেকে চাইনিজ দুয়ারী ও খাল থেকে বেত জাল জব্দ করা হয়।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক-এর উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো পুরে যায়গাতেই ধংশ করা হয়। এ সময় ইএনও’ র কাছে জানতে চাইলে সে বলেন দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে নিয়মিত অভিযান চলবে, অভিযানে মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা- জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top