নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংক দেশের সমস্ত তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের কাছে জরুরি সতর্কবার্তা জারি করেছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি বিভাগ থেকে প্রেরিত চিঠিতে আসন্ন সাইবার হামলার উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে ১৪ দফা সুরক্ষা নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাত, স্বাস্থ্যসেবা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো লক্ষ্যবস্তু হতে পারে। এই প্রেক্ষিতে সার্ভার ও ডেটাবেজ নিয়মিত আপডেট, ডেটা এনক্রিপশন, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু এবং ৩-২-১ ব্যাকআপ কৌশল বাস্তবায়নের মতো জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এন্ডপয়েন্ট ডিটেকশন সিস্টেম শক্তিশালী করতে, ইনসিডেন্ট রেসপন্স টিম প্রস্তুত রাখতে এবং ২৪ ঘন্টা নিরাপত্তা মনিটরিং নিশ্চিত করতে বলেছে। বিশেষভাবে রিমোট এক্সেস ও ভিপিএন সংযোগের নিরাপত্তা জোরদার, লোড ব্যালেন্সিং ব্যবস্থা স্থাপন এবং বিজনেস কন্টিনিউটি প্ল্যান হালনাগাদ করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
সন্দেহজনক কোনো কার্যকলাপ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, সাইবার সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী না করলে দেশের সমগ্র আর্থিক ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই নির্দেশনা মেনে চললে যেকোনো সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো এবং ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে চিঠিতে।