৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

রহস্যজনক নিখোঁজ বাক প্রতিবন্ধী কবির: ফিরে পেতে পরিবারের আকুতি

 

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে নিখোঁজের ২দিন পরেও সন্ধান পাওয়া যায়নি ৩৫ বছরের মো. কবির নামের এক বাক প্রতিবন্ধীর। তাকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় তাঁর পরিবারের লোকজন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় শম্ভুপুর বাংলাবাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মো. কবির (৩৫) ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি বর্তমানে ১ স্ত্রী ও ৪ সন্তানের জনক।

পরিবার নিয়ে কোনোমতে চলতে থাকে তাদের সংসার। মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি তিনি। কবিরকে হারিয়ে নিরুপায় হয়ে পড়েন পরিবারের লোকজন। মাইকিং করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় কবিরের পড়নে ছিলো গেঞ্জি ও লুঙ্গি। তার চুল হালকা কোকড়ানো, গায়ের রং কালো, উচ্চতা আনুমানিক ৫ফুট ৮ইঞ্চি। তাঁর মা বলেন, আমার ছেলে ২দিন আগে বিকাল বেলায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে কথা বলতে পারে না, এমনকি কারও কাছে নিজের খাবারটুকু পর্যন্ত চেয়ে নিতে পারে না।

সে ইশারা ইঙ্গিতে উঃ আঃ শব্দ করে মনের ভাব প্রকাশ করে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। কোন সহৃদয়বান ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান পান তাহলে এই ০১৭১৯১৭৫১২৭, ০১৭১৬০৩৫৯৮২, ০১৭৫৫২১৬১৫৩ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top