মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,মরহুম আবদুল মান্নান তালুকদার ছিলেন একজন দেশপ্রেমিক প্রাজ্ঞ রাজনীতিবিদ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। উন্নয়নে অভূতপূর্ব অবদানের জন্য তিনি জনগণের মণিকোঠায় স্মরণীয়-,বরণীয় হয়ে থাকবেন। বুধবার বাদ আসর সিরাজগঞ্জের পৌর মালসাপাড়া কবরস্থান মসজিদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ – ৩ ( রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি দলীয় সাবেক চারবারের সংসদ সদস্য ও স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি মরহুম আবদুল মান্নান তালুকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শই ছিলো মরহুম আবদুল মান্নান তালুকদারের জীবনের পথচলা। মানবদরদী রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন জনগণের অতি কাছের মানুষ এবং বিএনপি দলীয় নীতি ও আদর্শ থেকে তিনি কখনোই পিছপা হননি।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং সাবেক সংসদ সদস্য মরহুম আবদুল মান্নান তালুকদারের দ্বিতীয় ছেলে জেলা বিএনপি সদস্য রাহিদ মান্নান লেলিন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জুবায়ের হোসেন।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বহু ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।