আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি, দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি, সমাজসেবক ও প্রভাষক সৈয়দ মো. মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রে প্রভাষক সৈয়দ মো. মাসুদের অবদান ফটিকছড়ি উপজেলায় স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন সদালাপী, জনপ্রিয় শিক্ষক ও সমাজসেবী। তাঁর মৃত্যুতে ফটিকছড়ি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ফটিকছড়ি প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ, শিক্ষক মহল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছে।
উল্লেখ্য, প্রভাষক সৈয়দ মো. মাসুদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সমাজের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।