খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফকরুল আলম জাহাঙ্গীর মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১২টায় তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল আহমেদের ছেলে ও আব্দুর রব চেয়ারম্যানের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক বন্ধু ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজার নামাজ (বুধবার) বেলা ১১টায় তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন তজুমদ্দিন উপজেলা বিএনপি, তজুমদ্দিন প্রেসক্লাব ও তজুমদ্দিন রিপোর্টার ইউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।