১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

জলঢাকায় স্মার্ট নারী উদ্যোক্তা গড়তে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নীলফামারীর জলঢাকায় শুরু হয়েছে ছয় মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম।
৩০ জুলাই (মঙ্গলবার) জলঢাকা কমিউনিটি লার্নিং সেন্টারে ‘স্মার্ট নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ ও দিনব্যাপী কর্মশালা’র উদ্বোধন করেন আসমানী ফাউন্ডেশনের সভাপতি মো. আমিনুর রহমান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।
প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুস সাত্তার সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী এবং আসমানী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা।

কর্মশালায় ৬০ জন নারী অংশ নেন। প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অনলাইন মার্কেটপ্লেস ব্যবস্থাপনা, প্রোডাক্ট ফটোগ্রাফি এবং একাউন্ট খোলার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

প্রকল্পটি ছয় মাসব্যাপী চলবে এবং দুই ব্যাচে মোট ২০০ নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। আয়োজকদের আশা, এই উদ্যোগ নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top