১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

ইসরাইলি বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের হুথি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন আনসারুল্লাহ বাহিনী বুধবার তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইসরাইলের চারটি কৌশলগত স্থানে সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী নতুন ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরে আঘাত হেনেছে, যার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।

সারি দাবি করেন, ইয়াফা অঞ্চলের আল-লোদ বিমানবন্দর, আশকেলন ও নেগেভের সামরিক স্থাপনায় মোট পাঁচটি ড্রোন ও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়োগ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “গাজায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে আমাদের সামরিক অভিযানও চলতে থাকবে।” ইয়েমেনি টেলিভিশন আল-মাসিরাহ জানিয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লক্ষাধিক ইসরাইলিকে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করলেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শব্দের গতির চেয়ে দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিখ্যাত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধের প্রতিবাদে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালালেও, এবার প্রথমবারের মতো ইসরাইলের মূল ভূখণ্ডে সরাসরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে এবং ইসরাইলের জন্য বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top