আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের সামরিক জান্তা সরকার ২০২১ সালের অভ্যুত্থান-পরবর্তী জারিকৃত জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জান্তা মুখপাত্র জৌ মিন তুন। তিনি জানান, “বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার ও সংসদীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো।”
সেনা সরকার প্রধান জেনারেল মিন অং হ্লেইং একটি লিখিত আদেশে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে চলছিল জরুরি অবস্থা।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট মোকাবিলায় সামরিক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বিরোধী দলগুলো এখনও সেনা সরকারের এই ঘোষণাকে কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছে। উল্লেখ্য, গত সাড়ে তিন বছরে মিয়ানমারে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
জান্তা সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলোতে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন দেখার বিষয় বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।