নিজস্ব প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে না, বরং জনগণের হাতে প্রকৃত মালিকানা ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে দেশের অনেক রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে। তিনি বলেন, “১২টি মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ঐকমত্যে পৌঁছেছে। অবশিষ্ট বিষয়গুলোতেও আলোচনা চলমান। যেসব ক্ষেত্রে ঐকমত্য হবে না, সেগুলো বাদ দিয়ে অন্তত মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করা উচিত।”
গণতন্ত্রের সীমারেখা টেনে তিনি সতর্ক করে বলেন, “গণতন্ত্রে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এর একটি সীমা থাকা আবশ্যক। অন্যথায় ভবিষ্যতে তিক্ততার সৃষ্টি হবে।” আলোচনায় তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিএনপি নেতার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দেশে রাজনৈতিক সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে তীব্র আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য সাম্প্রতিক রাজনৈতিক সংলাপ প্রক্রিয়ায় বিএনপির অবস্থানকে আরও স্পষ্ট করেছে।