আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন আবাসিক বোডিংয়ের ভেতরে নিয়মিত বসে চলেছে অবৈধ মাদক সেবন ও জুয়ার আসর। দেশের বিভিন্ন জেলা থেকে মাদকসেবী ও জুয়াড়িরা এসে রাত যাপনের নামে বোডিংয়ের ভেতরে দল বেঁধে মাদক সেবন ও জুয়ার আসর বসান। আবার কোনো কোনো বোডিংয়ে চলে পতিতাপল্লী থেকে আনা নারী নৃত্য।
এদিকে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, সম্প্রতি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ‘মা-বাবার দোয়া’ নামের আবাসিক বোর্ডিংয়ের ভেতরে বসা জুয়ার আসর থেকে বেশকিছু নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ আট জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
সেখানে ব্যবসার আড়ালে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও জুয়ার আয়োজনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন অসাধু অনেক আবাসিক বোর্ডিং মালিক।
প্রভাবশালী হওয়ায় এখানকার আবাসিক বোর্ডিং মালিকদের বিরুদ্ধে এলাকার কেউ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলস্টেশন সংলগ্ন অবস্থিত দেশের সর্ববৃহৎ যৌনপল্লীকে কেন্দ্র করে রেলওয়ের জায়গা দখল করে ব্যাংঙের ছাতার মতো গড়ে উঠেছে শতাধিক আবাসিক বোর্ডিং। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যৌনপল্লীর অনেক খদ্দের ওই বোর্ডিংগুলোতে বিশ্রাম ও রাত যাপন করেন। আবার অনেকেই দল বেঁধে বোর্ডিং কক্ষের ভেতরে আসর বসিয়ে মাদক সেবন ও জুয়া খেলেন। তাই প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকার বিভিন্ন আবাসিক বোর্ডিংয়ে মাদকসেবী ও
জুয়াড়িদের ভিড় লেগেই থাকছে। সেখানে বোর্ডিং ব্যবসার আড়ালে মাদক সেবন ও জুয়ার আসর বসিয়ে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন সংশ্লিষ্ট বোর্ডিং মালিক ও তাঁদের অনুসারী লোকজন।
গভীরভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর উত্তর পাশে অবস্থিত ‘পোড়াভিটা পল্লী’। সেখানকার বেশির ভাগ বাসিন্দা অবৈধ মাদক কারবারি। সেখানে হাত বাড়ালেই পাওয়া যায় হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। মাদকের বিরুদ্ধে ওই পোড়াভিটা পল্লীতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এতে মাদকসেবীসহ অনেক কারবারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের অভিযানে তাদের হাতে ধরা পড়ছে। অভিযানের ফলে মাদকসেবীদের আনাগোনা আগের চেয়ে অনেকটা কমেছে এই এলাকায়। এ অবস্থায় পোড়াভিটা পল্লীতে না গিয়ে মাদকসেবী ও জুয়াড়িরা দৌলতদিয়া বাজার ও রেলস্টেশন এলাকার বিভিন্ন আবাসিক বোর্ডিংগুলোতে যাচ্ছেন। রাত যাপনের নামে অতিরিক্ত টাকায় রুম ভাড়া নিয়ে সেখানে তাঁরা নিয়মিত মাদক সেবন, নারী নৃত্য ও জুয়ার আসর বসাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার এক বোর্ডিং মালিক বলেন, ‘কিছু অসাধু ও অর্থলোভী বোর্ডিং মালিক ব্যবসার অন্তরালে বোর্ডিংয়ে মাদক ও জুয়ার আসর বসাচ্ছেন।’
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘মাদক ও জুয়ার বিরুদ্ধে থানার পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে