মাহফুজ রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:
ন্যায়ের পক্ষে দাড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করাই আমাদের মিশন। এই পবিত্র দায়িত্ব পালনে আমাদের কোন অবহেলা করা যাবে না। অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশালের উজিরপুর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি উপলক্ষ্যে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিনে একথা বলেন ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৫ টায় ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্ব ও উপজেলা সেক্রেটারী মো.খোকন সরদার এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এবং বরিশাল-৫ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য বরিশাল জেলা নায়েবে আমির, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আবদুল মান্নান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খাঁন বাচ্চু, জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আজম খান ও জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন প্রমুখ।
সম্মেলনে উজিরপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রতিনিধি ও সংগঠনের উপজেলা-ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে অতিথিবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন।